thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সবার শেষে মান্না, সংলাপে ছিলেন না গয়েশ্বর

২০১৮ নভেম্বর ০১ ২১:৫৬:৫৯
সবার শেষে মান্না, সংলাপে ছিলেন না গয়েশ্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংলাপে অংশ নিতে সবার শেষে গণভবনে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গণভবনে আসেন তিনি।

এর আগে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্য নেতারা একে একে সন্ধ্যা পৌনে ৭টার দিকে গণভবনে পৌঁছান।

গণভবনে সর্বপ্রথম আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও আব্দুল মঈন খান।

তাদের কাছাকাছি সময়ে আসেন ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর আসেন অন্যরা।

ঐক্যফ্রন্টের ২১ জনের মধ্যে ২০ জন সংলাপে অংশ নিলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অংশ নিতে আসেননি।

প্রথমে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে সংলাপে অংশ নেয়ার কথা ছিল ১৬ জনের। সেই তালিকায় নাম ছিল না গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানের।

পরে বৃহস্পতিবার বিকেলে আরো ৫ জনের নাম পাঠানো হয় আওয়ামী লীগের কাছে। যে তালিকায় নাম দেয়া হয় বিএনপির ওই দুই নেতা এবং তিনজন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। তারা হলেন; মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক ও আ ও ম শফিক উল্লাহ।

গণভবনে গয়েশ্বরের অনুপস্থিতির কারণ অবশ্য জানা যায় নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, প্রথম তালিকায় নাম না থাকার কারণে তিনি হয়তো রাগ করে অংশ নেননি। অথবা আর অন্য কোনো কারণও থাকতে পারে।

ঐক্যফ্রন্টের ২০ জনের মধ্যে বিএনপি থেকে সংলাপে প্রতিনিধি আছেন ৬ জন।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০১,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর