thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জেএসসি-জেডিসি পরীক্ষা

প্রথম দিন অনুপস্থিত ৬৫ হাজার

২০১৮ নভেম্বর ০১ ২৩:৫৮:০১
প্রথম দিন অনুপস্থিত ৬৫ হাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারা দেশে ৬৪ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল; বহিষ্কার হয়েছে ৩৪ জন।

বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম দিন সকাল ১০টা থেকে জেএসসিতে বাংলা, বাংলা প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয়।

জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

সাব-কমিটির তথ্যানুযায়ী, প্রথম দিন ২৩ লাখ ৫৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়।

আর ঢাকা বোর্ডে ১৪ হাজার ১৩১ জন, রাজশাহী বোর্ডে পাঁচ হাজার ২৯৩ জন, কুমিল্লা বোর্ডে চার হাজার ৩৫৪ জন, যশোরে চার হাজার ৮৬০ জন, চট্টগ্রামে তিন হাজার ১৯৬ জন, সিলেটে দুই হাজার ৯৮৬ জন, বরিশালে তিন হাজার ২৫৬ জন এবং দিনাজপুর বোর্ডে পাঁচ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।

এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ২১ হাজার ৩৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৭ জন, রবিশাল বোর্ডের আটজন, ঢাকার ছয়জন, কুমিল্লার দুইজন এবং দিনাজপুর বোর্ডের একজন পরীক্ষার্থীকে ‘অসুদপায় অবলম্বনের জন্য’ বহিষ্কার করা হয়।

দেশের দুই হাজার ৯০৩টি কেন্দ্রে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা চলবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০১,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর