thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভারত থেকে ২৫ লাখ বই আমদানি

২০১৮ নভেম্বর ০২ ১২:৫৯:০০
ভারত থেকে ২৫ লাখ বই আমদানি

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ লাখ বই আমদানি করেছে ন্যাশনাল কারিকোলাম অ্যান্ড টেকস বুক।

নির্দিষ্ট চুক্তিতে ভারতে ছাপানো বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের মধ্যে প্রথম একটি চালানে প্রায় ২৫ লাখ বই বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দরের দুই নাম্বার পণ্যগারে আমদানিকৃত বই ভারতীয় ট্রাক থেকে আনলোড করে রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের দুই নাম্বার পণ্যগারের ইনচার্জ (ওয়ার হাউজ সুপারেন্ডেন্ট) মো. রুহুল আমিন জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকোলাম অ্যান্ড টেকস বুক। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানি মূল্য সাত লাখ ৫৮ হাজার ৫০০ ইউএস ডলার। বইয়ের ওজন ৫০৮ মে.টন ৩০২ কেজি।

বই সরবরাহের দায়িত্বে নিয়জিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আরও বই আমদানি হবে। যেসব বই এরইমধ্যে আমদানি হয়েছে আগামী শনিবার তা বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বই খালাসের কাজে নিয়জিত বন্দরের হ্যান্ডলিংক শ্রমিকরা বলেন, প্রতিবছর এসময় ভারত থেকে সরকারি বই আমদানি হয়ে থাকে। তাদের ছেলে-মেয়েরা এসব বই পড়বেন এজন্য তারা আনন্দের সঙ্গে খালাস করে থাকেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর