thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে বিদেশি কর্মী নেবে জাপান

২০১৮ নভেম্বর ০২ ২১:১৪:৫২
স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে বিদেশি কর্মী নেবে জাপান

দ্য রিপোর্ট ডেস্ক : অভিবাসন নিয়ম সহজ করার লক্ষ্যে খসড়া আইনে অনুমোদন দিয়েছে জাপানের সংসদ। এই আইনের আওতায় বিদেশি কর্মী নেবে জাপান। সেই সঙ্গে দক্ষতার ভিত্তিতে এসব বিদেশি কর্মীকে সপরিবারে স্থায়ী হওয়ার সুযোগও দিতে যাচ্ছে দেশটি।

বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশি কঠোর অভিবাসন আইন রয়েছে। অন্য দেশ থেকে খুব কম সংখ্যক কর্মী নিয়ে থাকে তারা। কিন্তু নতুন নিয়মে দুটি ক্যাটাগরিতে বিদেশি কর্মী নেবে তারা।

মূলত কর্মী সংকট মেটাতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। নতুন নিয়মে নির্মাণ, কৃষি খামার বা স্বাস্থ্য খাতের জন্য ব্লু-কলার বা উৎপাদনশীল খাত সংশ্লিষ্ট কর্মী নেবে তারা।

প্রথম ভিসা ক্যাটাগরিতে কর্মীরা পাঁচ বচরের জন্য জাপানে কাজের অনুমতি পাবে। এই সময়ে তারা বিশেষ কিছু দক্ষতা ও জাপানি ভাষার অপর দক্ষতা দেখাতে পারলে পরিবারের সদস্যদের কাছে নিতে পারবেন।

পরে উচ্চ দক্ষতা অর্জনকারী কর্মীরা দ্বিতীয় ক্যাটাগরির ভিসা ও স্থায়ী বসবাসের অনুমতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এই আইনটি এখন সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে। তবে নতুন আইনটি বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছে। দেশটির শ্রমখাতে সম্ভাব্য প্রভাব ও অপরাধ বৃদ্ধির বিষয়ে আশংকার কথা জানিয়েছে তারা।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০২,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর