thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের সিরিজ জয়

২০১৮ নভেম্বর ০৩ ০৮:২০:১৭
এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের সিরিজ জয়

দ্য রিপোর্ট ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই বল বাকি থাকতেই ছয় উইকেটের বড় জয় তুলে নেন হাফিজরা।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

শুরুটা ভালোই করেছিলেন ফিলিপস ও কলিন মুনরো। ষষ্ঠ ওভারে দলীয় ৫০ রানে শাহীন আফ্রিদির শিকার হন ফিলিপস।

ছয় রান পরেই ২৮ বলে ৪৪ রান করে হাফিজের বলে সাজঘরে ফেরেন মুনরো। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট খোয়াতে থাকে কিউইরা।

পাকিস্তানের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। ম্যাচসেরার পুরস্কারও পান আফ্রিদি।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হয়নি পাকিস্তানের।

ফখর জামান ও বাবর আজমের ওপেনিং জুটিতে আসে ৪০ রান। ফখর জামান আউট হন ব্যক্তিগত ২৪ রানের মাথায়।

১৫ বলে ৩ চার আর ১ ছক্কার মারকুটে ইনিংস খেলেন এই ওপেনার। বাবর আজম আউট হন ব্যক্তিগত ৪০ রানের মাথায়।

তিনে নামা আসিফ আলী ৩৪ বলে ১ চার ও ২ ছক্কার সমন্বয়ে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মোহাম্মদ হাফিজ ২১ বলে ৩৪ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

প্রসঙ্গত, দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে আগামীকাল রোববার।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর