thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

গ্রেফতার অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা নয়: রিজভী

২০১৮ নভেম্বর ০৩ ১৬:০১:৪৯
গ্রেফতার অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা নয়: রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, নির্বাচনের আগে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পাইকারি গ্রেফতারি অভিযান অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা হতে পারে না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির নেতা বলেন, ‘এখন দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে, জুলুমের খড়গ যেভাবে নামিয়ে নিয়ে আসা হয়েছে, আজকে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় নেতাকর্মীদের বাড়িতে চলছে পাইকারি গ্রেফতারিা অভিযান।’

এ রকম গ্রেফতারি অভিযানের নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রতি মুহূর্তে, প্রতি সময়ে আমাদের দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, বাড়িতে হানা দিচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। এগুলো কিসের নমুনা? এটা কী একটি অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা, না একতরফা নির্বাচনের নমুনা?’

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর