thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০১৮ নভেম্বর ০৩ ১৭:০৫:১৫
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: সাফ চ্যাম্পিয়নস শিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোর দলের সামনে ছিল নেপাল আর ভুটানকে এক বিন্দুতে মেলানোর। সুযোগ ছিল হিমালয়ের দেশে লাল-সবুজের পতাকা উড়ানোর। পাকিস্তানকে হারিয়ে সেই কাজটিই করেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন শিপ জিতেছে বাংলাদেশ। করেছে শিরোপা পুনরুদ্ধার।

নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা ছিল দু'দলের। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে জয় পায় বাংলাদেশ। মেহেদি হাসানরা শুধু ভুটান-নেপালই এক বিন্দুতে মেলাল না। বরং সিলেট-ঢাকার পর ভুটান ও নেপালে সাফ শিরোপা জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে দিল।

এরআগে ২০১৫ সালে সিলেটে কিশোর সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোর দল। এরপর গেল বছর ঢাকায় অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা জিতেছিল সাফের শিরোপা। ভুটানেও গত আগস্টে অনূর্ধ্ব-১৫ দলের সামনে ছিল শিরোপা জয়ের সুযোগ। কিন্তু ফাইনালে ভারতের কাছে হারে মেয়েরা। অক্টোবরে ভুটানেই অনূর্ধ্ব-১৮ নারী দল নেপালকে হারিয়ে সেই হারের ক্ষতে প্রলেপ দেয়। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোর দল জিতলো শিরোপা।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর