thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ২

২০১৮ নভেম্বর ০৪ ১১:২৫:৫০
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ২

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায়র তারাপুর হাইওয়ে সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রজাশাহী মহানগরের বিমানবন্দর থানার বৈরাগিপাড়া এলাকার ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার সুজন ইসলাম (২৬)।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি মালবোঝাই ট্রাক রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। ট্রাকটি তারাপুরে এলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইমন আলী মারা যান। এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রাজশাহীর পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহমেদ জানান, সুজনকে হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের শবাগারে রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর