thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এবার মাসাকাদজাকে ফেরালেন তাইজুল

২০১৮ নভেম্বর ০৪ ১১:৩৭:৩৪
এবার মাসাকাদজাকে ফেরালেন তাইজুল

দ্য রিপোর্ট ডেস্ক : চাকাভাকে ফিরিয়ে দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। আবারো তিনিই শিকারী। এবার ওয়েলিংটন মাসাকাদজাকে মুশফিকুর রহিমের তালুবন্দি করে ফেরালেন বাঁহাতি স্পিনার। এ নিয়ে এখন পর্যন্ত তার শিকার ৪ উইকেট।

শেষ খবর পর্যন্ত ৭ উইকেটে ২৬৯ রান করেছে সফরকারীরা। এখন পথের কাঁটা হয়ে রয়েছেন মুর। ইতিমধ্যে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটি (৬০) তুলে নিয়েছেন তিনি। এখন দেখার বিষয় তাকে ফিরিয়ে কত দ্রুত রোডেশিয়ানদের অলআউট করতে পারে বাংলাদেশ।

আগের দিনের ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পিটার মুর ৩৭ ও রেজিস চাকাভা ২০ রান নিয়ে খেলা শুরু করেন। যত দ্রুত সম্ভব সফরকারীদের গুটিয়ে দেয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চেষ্টাও চালান টাইগাররা। কিন্তু সাফল্য আসছিল না। তাদের পথে বাধা হয়ে দাঁড়ান মুর ও চাকাভা। ছন্দময় ব্যাটিং করেন তারা। বুক চিতিয়ে লড়তে থাকেন।

তবে হঠাৎই ছন্দপতন। খেই হারান চাকাভা (২৮)। শর্ট লেগে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ভাঙে ৬০ রানের জুটি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।

সিলেট টেস্টের প্রথম দিন দেখা গেছে ব্যাট-বলের দারুণ লড়াই। শন উইলিয়ামস (৮৮) ও হ্যামিল্টন মাসাকাদজার (৫২) ফিফটিতে আড়াইশ রানের কাছে গিয়ে পৌঁছেছে জিম্বাবুয়ে।

অন্যদিকে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি বাংলাদেশ। তাইজুল ইসলাম শিকার করেন ২ উইকেট। ফলে দিন শেষে দুই দল প্রায় সমানে-সমান থাকে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর