thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশের টপ অর্ডারে ধস

২০১৮ নভেম্বর ০৪ ১৪:০২:২৬
বাংলাদেশের টপ অর্ডারে ধস

দ্য রিপোর্ট ডেস্ক : তাইজুল ইসলামের দাপুটে বোলিংয়ের পর ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাম-হাতি এই স্পিনার একাই তুলে নেন ৬টি উইকেট। তাইজুলের ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়ার দিনে বাংলাদেশের টপ অর্ডারে ধস নেমেছে।

রোববার (৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকদের হয়ে ওপেন করতে নামের ইমরুল কায়েস আর লিটন দাস। দলের ৮ রানের মাথায় মাঠ ছাড়েন ইমরুল। ১৩ বলে ৫ রান করে টেন্ডাই চাতারার বলে আউট হন বাম-হাতি এই ব্যাটসম্যান। আর ৬ রান যোগ করার পর কাইল জার্ভিসের শিকার হন আরেক ওপেনার লিটন দাস। ১৩ বলে ৫ রান করে ফেরেন তিনি।

দলীয় ১৯ রানের মাথায় আউট হন নাজমুল হোসেন শান্ত। দুই বল পরেই চাতারার তৃতীয় শিকার হন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০ রান। ২২ বলে ১ রান করে মুমিনুল হক আর ৫ বল খেলে কোন রান না করে উইকেটে আছেন মুশফিকুর রহিম।

এর আগে বাংলাদেশের হয়ে তাইজুল ৬টি উইকেট শিকার করেন। দুটি উইকেট তুলে নেন নাজমুল ইসলাম অপু। একটি করে উইকেট লাভ করেছেন আবু জায়েদ রাহি ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর