thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে শিবির কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় মামলা

২০১৮ নভেম্বর ০৪ ১৬:০০:২৩
চট্টগ্রামে শিবির কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনপুরা এলাকার ইসলামী ছাত্র শিবিরের কার্যালয় বিস্ফোরণ এবং বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নগর ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ম।

শনিবার রাতে নগরীর চকবাজার থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানিয়েছেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় মহানগর উত্তরের সভাপতি ও সেক্রেটারিসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পর ‘আর ইসরা’ ভবনে শিবিরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ভবনটিতে অভিযান চালিয়ে ছয়টি ককটেল, আধা কেজি গান পাউডার, কাচের টুকরা, পাথরের টুকরা, দুই লিটারের বেশি পেট্রোল ও বিপুল লাঠি জব্দ করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর