thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মিরাজের আঘাতে ফিরলেন চারি

২০১৮ নভেম্বর ০৫ ১১:০৯:৫৫
মিরাজের আঘাতে ফিরলেন চারি

দ্য রিপোর্ট ডেস্ক : যত দ্রুত সম্ভব জিম্বাবুয়েকে অলআউট করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন টাইগাররা। একটু বিলম্বে হলেও সাফল্য এলো। ব্রায়ান চারিকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠালেন মেহেদী হাসান মিরাজ।

শেষ খবর পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২০ রান করেছেন রোডেশিয়ানরা। এতে অতিথিদের লিড দাঁড়িয়েছে ১৫৯ রান। ১১ রান নিয়ে ক্রিজে আছেন আছেন মাসাকাদজা। তার নতুন সঙ্গী ব্রেন্ডন টেইলর। এ লিডকে যথাসম্ভব বড় করার চেষ্টা থাকবে তাদের।

দ্বিতীয় দিনের ১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা ১ এবং ব্রায়ান চারি শূন্য রান নিয়ে খেলা শুরু করেন। সঙ্গে থাকে ১৪০ রানের লিডের আত্মবিশ্বাস।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রতিরোধ গড়তে পারেননি কোনো টাইগার ব্যাটসম্যানই। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সর্বোচ্চ ৪১* রান করেন অভিষিক্ত আরিফুল হক। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৩১ রান।

দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে বোলারদের কোনোভাবেই পড়তে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিসের পেস এবং সিকান্দার রাজার স্পিনে নাকাল হন তারা। চাতারা ও রাজা নেন ৩টি করে উইকেট। ২ উইকেট শিকার করেন জার্ভিস।

পরে ব্যাট করতেও নামেন সফরকারীরা। তারা ১ রান তুলতেই দিনের খেলা শেষ হয়। এতে ১৪০ রানের লিড নিয়ে মাঠ ছাড়েন মাসাকাদজা বাহিনী।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর