thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টেইলরকে ফেরালেন তাইজুল

২০১৮ নভেম্বর ০৫ ১২:০১:৫০
টেইলরকে ফেরালেন তাইজুল

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারের খেলা শেষে সফরকারী জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান।

জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ২২ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা শন উইলিয়ামসের সংগ্রহ ৫ রান। ম্যাচে এখন পর্যন্ত জিম্বাবুয়ের লিড বেড়ে দাঁড়িয়েছে ২০২ রানে।

প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পাওয়া জিম্বাবুয়ে রোববার ম্যাচের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ১ রান তুলে দিন শেষ করে। সোমবার ম্যাচের তৃতীয় দিনের সকালে আবারও ব্যাট করতে নামেন জিম্বাবুয়ের দুই ওপেনার— হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়ান চারি। তৃতীয় দিনের শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন জিম্বাবুয়ের দুই ওপেনার। তবে সে চেষ্টায় বেশি দূর এগোতে পারেননি তারা। নিজের দ্বিতীয় ওভার করতে এসে চারিকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। সাজঘরে ফেরার আগে ৩৩ বল খেলে ৪ রান করেন চারি।

প্রথম উইকেট পতনের পর ব্যাট করতে নামেন ব্রেন্ডন টেইলর। ক্রিজে এসেই ওয়ানডে মেজাজে ব্যাট করতে শুরু করেন জিম্বাবুয়ের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। তবে তাকে বেশিদূর এগোতে দেননি প্রথম ইনিংসে বাংলাদেশে হয়ে ৬ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের করা ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ইমরুল কায়েসের হাত ধরা পড়ে বিদায় নেন টেইলর। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২৪ রান করেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সবক'টি উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন শন উইলিয়ামস। এছাড়া পিটার মুর ৬৩ ও হ্যামিল্টন মাসাকাদজা ৫২ রান করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ১০৮ রানে ৬টি, নাজমুল ইসলাম ৪৯ রান ২টি, আবু জায়েদ ৬৮ রানে ১টি ও মাহমুদুল্লাহ ৩ রানে ১টি উইকেট নেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতায় ১৪৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আরিফুল হক। এছাড়া মুশফিকুর রহিম ৩১ ও মেহেদি হাসান মিরাজ ২১ রান করেন।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই চাতারা ১৯ রানে ৩টি, সিকান্দার রাজা ৩৫ রানে ৩টি, কাইল জার্ভিস ২৮ রানে ২টি ও শন উইলিয়ামস ৫ রানে ১টি উইকেট নেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর