thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের গুলিবিদ্ধ ৩

২০১৮ নভেম্বর ০৬ ০৯:১৬:৪২
রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের গুলিবিদ্ধ ৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নয়াপাড়া শরণার্থী শিবিরের আই ব্লকের ৫৫৮ নম্বর শেডের ১ নম্বর রুমের বাসিন্দা মো. হোছনের ছেলে আজিজুল হক (৪৫), তাঁর স্ত্রী তৈয়ুবা খাতুন (৩৫) ও তাদের ছেলে হোসেন জোহার (১৪)।

নয়াপাড়া শরণার্থী শিবিরের পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেদোয়ান গণমাধ্যমকে বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি সংস্থার হাসপাতালে পাঠানো হয়।

পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্তানান্তর করা হয়েছে। তাদের কোমর, বুক ও ডান হাতে গুলি লেগেছে।

নয়াপাড়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা শামীম হোসেন দাবি করেন, গত ৩০ অক্টোবর গুলিবিদ্ধ আজিজুল হকসহ ক্যাম্পের বাসিন্দারা জিয়াউর রহমান নামে এক ডাকাতকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর