thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরাজগঞ্জে বাড়িতে আগুন লেগে শিশুর মৃত্যু

২০১৮ নভেম্বর ০৭ ০৮:৩৫:০৯
সিরাজগঞ্জে বাড়িতে আগুন লেগে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইমরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মালাম শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কৃষক মালাম শেখের বাড়িতে আগুন লাগে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন টের পায়। তারা সবাই ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। শিশু ইমরান ঘরের এক কোণায় লুকিয়ে ছিল। এ অবস্থায় আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাকে আর বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত সোয়া ১২টার দিকে ইমরানকে মৃত অবস্থায় উদ্ধার করা

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর