thereport24.com
ঢাকা, সোমবার, ১১ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৬ সফর 1447

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি বন্ধ

২০১৮ নভেম্বর ০৭ ০৮:৪২:৫৫
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি বন্ধ

মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে কুয়াশার কারণে পদ্মা নদীতে দিক নির্দেশনা বাতি দেখা না গেলে ফেরি চলাচলে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরি চালকেরা। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

সূত্রটি জানিয়েছে, রাত ১২টা থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। ধীরে ধীরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় চলাচলরত কয়েকটি ফেরি দিক নির্ণয় করতে না পেরে মাঝ পদ্মায় নোঙর করে আছে বলেও কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, রাত ২টা থেকে সব ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর