thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

মহাজগতের সবচেয়ে পুরনো নক্ষত্রের সন্ধান!

২০১৮ নভেম্বর ০৭ ০৯:০১:০৪
মহাজগতের সবচেয়ে পুরনো নক্ষত্রের সন্ধান!

দ্য রিপোর্ট ডেস্ক : মহাজগতের সবচেয়ে পুরনো নক্ষত্রগুলোর মধ্যে অন্যতম একটি নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী সৃষ্টি রহস্য 'বিগ ব্যাং' এর সব তথ্য ওই নক্ষত্রেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মহাআকাশের মিল্কি ওয়ের 'থিন ডিস্ক' এর মধ্যে এ নক্ষটির রয়েছে। যার বয়স প্রায় ১৩৫ কোটি বছর। হপকিনস ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কেভিন স্কলাউফম্যানের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

অধ্যাপক কেভিন স্কলাউফম্যান বলেন, ১০০ কোটির মধ্যে এটি হয়ত একটি নক্ষত্র। প্রথম প্রজন্মের নক্ষত্র নিয়ে গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

কেভিন স্কলাউফম্যানের নেতৃত্বে যে দলটি এই নক্ষত্র নিয়ে গবেষণা করছেন তারা মনে করেন, বিগ ব্যাং এর পরে এই নক্ষত্র হাইড্রোজেন, হিলিয়াম ও সামান্য পরিমাণে লিথিয়াম দিয়ে তৈরি হয়। এই নক্ষত্র তখন হিলিয়ামের থেকে ভারি পদার্থ তৈরি করে। সেই সব পদার্থ থেকেই ব্রহ্মাণ্ড তৈরি হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিবিধ এর সর্বশেষ খবর

বিবিধ - এর সব খবর