thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঘন কুয়াশায় বিভিন্ন রুটে নদীতে আটকা ৪ ফেরি

২০১৮ নভেম্বর ০৭ ০৯:০৮:৫৭
ঘন কুয়াশায় বিভিন্ন রুটে নদীতে আটকা ৪ ফেরি

দ্য রিপোর্ট ডেস্ক : ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘাট পার হতে আসা শত শত মানুষ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝে রাত ৩টার দিকে ফেরি চালু হলেও সকাল ৬টার দিকে ফের তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এখনও ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক গাড়ি আটকে আছে। তবে এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চালু আছে। ফেরি চলাচল শুরু হলে যানজট কমে যাবে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঘন কুয়াশার কবলে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকে আছে ৪টি ফেরি।

কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

এছাড়া শরীয়তপুর-চাঁদপুর হরিনাঘাট নৌরুটে মঙ্গলবার রাত ৩টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে আটকা পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শরীয়তপুর ফেরিঘাটের ম্যানেজার সাত্তার।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর