thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সরকার ইতিবাচক হলে সংলাপ সফল হবে: ফখরুল

২০১৮ নভেম্বর ০৭ ১১:০৩:২৮
সরকার ইতিবাচক হলে সংলাপ সফল হবে: ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের ফল নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। সরকার ইতিবাচক হলে আশাকরছি সংলাপ সফল হবে।

বুধবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা সংগ্রাম করে যাচ্ছি। সংলাপ এ সংগ্রামেরই একটি অংশ। আজকেও আমরা ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এ আলোচনার সফলতা নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর।

প্রসঙ্গত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। ১ নভেম্বর দুপক্ষের মধ্যে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর