thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

টেকনাফে মাদক ব্যবসায়ির গুলিবিদ্ধ মরদেহ

২০১৮ নভেম্বর ০৭ ১২:০৮:০১
টেকনাফে মাদক ব্যবসায়ির গুলিবিদ্ধ মরদেহ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড়ি ঢালাপথ থেকে এক মাদক চোরাকারবারির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (আইসি) সুব্রত রায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

সুব্রত রায় জানান, রাতে গোলাগুলির শব্দ শুনে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে একটি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা মরদেহটি আলী হোসেন ওরফে সোনা মিয়া কোম্পানির বলে শনাক্ত করেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। তবে মরদেহ উদ্ধারের সময় কোনো কিছু উদ্ধার হয়নি।

নিহত আলী হোসেন সোনা মিয়া কোম্পানি (৪০) টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর