thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নতুন বিশ্বরেকর্ড

এক ওভারে ৪৩ রান! 

২০১৮ নভেম্বর ০৭ ২৩:১৪:০৯
এক ওভারে ৪৩ রান! 

দ্য রিপোর্ট ডেস্ক : লিস্ট এ ক্রিকেটে বিশ্বরেকর্ড। নিউজিল্যান্ডে ফোর্ড ট্রফির ম্যাচে বুধবার এক ওভারে উঠল ৪৩ রান। এর আগে এক ওভারে ৩৯ রান ওঠাই ছিল রেকর্ড। যা ভাঙল এদিন। খবর আনন্দ বাজারের।

নর্দার্ন ডিস্ট্রিক্টের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন এই রেকর্ড গড়লেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের উইলিয়েম লুডিকের বলে। ওভারের প্রথম বলে চার মেরেছিলেন হ্যাম্পটন। পরের দু'টি নো-বল। এবং দুটোতেই ছয় মারেন হ্যাম্পটন। কোমরের থেকে উঁচু ফুলটসের জন্য নো হয়েছিল এই দুই বল। তার পরের বলে ফের ছয়। বিধিসম্মত তৃতীয় বলে সিঙ্গলস নেন হ্যাম্পটন। কার্টার পরের তিন বলই ছয় মারেন স্ট্রাইকে এসে। দু'জনের দাপটে উঠল ৪৩ রান। যা এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

এই ওভারের আগে লুডিকের বোলিং গড় ছিল ৯-০-৪২-১। এই এক ওভারের ধাক্কায় তাঁর বোলিং গড় দাঁড়ায় ১০-০-৮৫-১। কার্টার-হ্যাম্পটনের জুটি ষষ্ঠ উইকেটে যোগ করে ১৭৮ রান। ৯৫ বলে পাঁচ উইকেট পড়ার পর জুটি বাধেন দু'জনে।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০৭,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর