thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

২০১৮ নভেম্বর ০৮ ১০:০৮:৫৪
বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারি দায়িত্ব নিতেই পাল্টে গেছে রিয়াল মাদ্রিদের রূপ। হারের বৃত্ত থেকে বেরিয়ে কোপা ডেল রে, লা লিগায় জয় পেয়েছিল লস ব্লাঙ্কোরা। এবার চ্যাম্পিয়নস লিগেও দাপুটে জয় তুলে নিল তারা। করিম বেনজেমার জোড়া গোলে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলে হারিয়েছেন স্প্যানিশ জায়ান্টরা।

গেল মাসে প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ ব্যবধানে জেতে রিয়াল। সেই আত্মবিশ্বাস নিয়ে বুধবার রাতে ভিক্টোরিয়ার দুর্গে আতিথ্য নেন গ্যালাকটিকোরা। সূচনাটা দারুণ করেন তারা। সাফল্য পেতেও সময় লাগেনি।

২০ মিনিটে বেনজেমার সফল লক্ষ্যভেদে এগিয়ে যায় রিয়াল। ২ মিনিট পর টনি ক্রসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। পরে আরও ছন্দময় ফুটবল উপহার দেন তারা। ফলে ব্যবধান বাড়তেই থাকে। ৩৭ মিনিটে হেডেই জাল খুঁজে নিয়ে নিজের জোড়া গোল করেন বেনজেমা। তিন মিনিট পর দুর্দান্ত ভলিতে নিশানাভেদ করেন গ্যারেথ বেল।

প্রথমার্ধেই কার্যত জয় নিশ্চিত করে ফেলেন অতিথিরা। তবু দ্বিতীয়ার্ধে আয়েশি মেজাজে দেখা যায়নি তাদের। এ অর্ধেও আক্রমণের বন্যা বইয়ে দেন তারা। তবে গোল এসেছে মাত্র একটি। ৬৭ মিনিটে দারুণ চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ক্রুস। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে শীর্ষে আছে রিয়াল। এএস রোমার পয়েন্টও রিয়ালের সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির দলটি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর