thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মনিকা স্বেচ্ছায় ভারতে গিয়েছিলেন: পুলিশ

২০১৮ নভেম্বর ০৮ ১৬:৩২:১৫
মনিকা স্বেচ্ছায় ভারতে গিয়েছিলেন: পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম থেকে ‘নিখোঁজ’ গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধা নিজের ইচ্ছায় সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম একথা জানান।

প্রায় সাত মাস আগে নিখোঁজ হওয়া মনিকাকে মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে উদ্ধারের পর বুধবার রাতে চট্টগ্রামে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, শুরুতে আমরা মনে করেছিলাম তাকে অপহরণ বা পাচার করা হয়েছে। পরে জানতে পারি তিনি নিজ ইচ্ছায় গেছেন। মনিকা স্বেচ্ছায় ভারতে গিয়েছিলেন।

গত ১২ এপ্রিল চট্টগ্রাম নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডের বাসা থেকে গানের টিউশনিতে যাওয়ার কথা বলে বের হন ৪৫ বছর বয়সী মনিকা।

পরে আর মনিকার স্বামী দেবাশীষ বড়ুয়া ১৩ এপ্রিল বিষয়টি নিয়ে নগরীর খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২৮ এপ্রিল তা অপহরণ মামলায় রূপান্তর হয়।

মনিকার সন্ধান চেয়ে তার বোন ও পরিবারের সদস্যরা চট্টগ্রাম ও ঢাকায় কয়েক দফা মানববন্ধন করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর