thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৮ নভেম্বর ০৯ ০৯:১৪:১৩
রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী (৩৮) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছে।

সদর উপজেলার কুটি পাঁচুরিয়া এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ডিবি পুলিশের দুই কর্মকর্তাও আহত হন।

নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামের ওহাব শেখের ছেলে।

তিনি চরমপন্থী সংগঠন (লাল পতাকা)- এর আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র নির্দেশনায় সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ডিবি পুলিশের সদস্যরা কুটি পাঁচুরিয়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে চরমপন্থীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ১টি পিস্তুল, ১টি দুই নলা বন্ধুক, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর