thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যশোরে মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশকে  গণপিটুনি

২০১৮ নভেম্বর ০৯ ০৯:২১:৩৬
যশোরে মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশকে  গণপিটুনি

যশোর প্রতিনিধি: জেলার ঝিকরগাছা উপজেলায় গোয়েন্দা পুলিশের তিন সদস্যকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। উপজেলার মাটিকুমড়া গ্রামে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহতরা হলেন- পুলিশ সদস্য মুরাদ হোসেন, শিমুল হোসেন ও মামুন আলী।

এসময় প্রাইভেটকার চালক শাওনকে মারধর করে গ্রামবাসী। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার মঈনুল হক জানান, বৃহস্পতিবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামে এক মাদক বিক্রেতাকে ধরতে অভিযানে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে গোয়েন্দা পুলিশকে ভুয়া মনে করে গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় গণপিটুনিতে আহত হন গোয়েন্দা পুলিশের তিন সদস্য ও প্রাইভেটকার চালক। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ সুপার মঈনুল হক আরও জানান, আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে কোনও চক্র পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর