thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কক্সবাজারে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

২০১৮ নভেম্বর ০৯ ১৮:৩৩:০৬
কক্সবাজারে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফ উপজেলায় সাড়ে ১১ হাজার ইয়াবাসহ খুরশীদা বেগম (৩৬) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জিনজিরা পাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে। গত বছরের আগস্টে মিয়ানমার থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নেয় খুরশীদা।

শুক্রবার দুপুরে মোবাইল ফোনে পাঠানো এক এসএমএসে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ র‌্যাব-৭, ক্যাম্প (১) ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব। তিনি জানান, শুক্রবার সকালে তিনিসহ সহকারী (এএসপি) শাহ আলমের নেতৃত্বে একট দল জাদিমুড়া জিনজিরা পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পালানোর চেষ্টাকালে ওই রোহিঙ্গা নারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ১১ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাহেদ মাহাতাব আরও জানান, উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক দাম ৫৮ লাখ ৪৫ হাজার টাকা। আটক খুরশীদার পাশাপাশি তার স্বামী দিল মোহাম্মদকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মাদক আইনে মামলা করে খুরশীদাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর