thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন

২০১৮ নভেম্বর ১০ ২২:৫০:৪৬
চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন

চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চান বিএনপির সমর্থন নিয়ে ২০১০ সালে চট্টগ্রামের মেয়র হওয়া এম. মনজুর আলম। এ লক্ষ্যে এরই মধ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছেন।

শনিবার মনজুর আলম নিজেই সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

মনজুর জানান, তার পক্ষে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদ মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।

বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করে ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হন মনজুর আলম। পরে তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও করা হয়।

২০১৫ সালেও বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন। তবে ভোটের দিন ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ১০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর