thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

আশুলিয়ায় ডাকাতিতে বাধা, গুলি করে হত্যা

২০১৮ নভেম্বর ১১ ১১:২৩:৫৬
আশুলিয়ায় ডাকাতিতে বাধা, গুলি করে হত্যা

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ডাকাতি করতে বাধা দেওয়ায় আবুল সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা।

রোববার (১১ নভেম্বর) ভোরে আশুলিয়ার দুর্গাপুর সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী ওই এলাকার হালিম সরকারের ছেলে।

এলাকাবাসী জানান, ভোরে একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ১০-১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে ওই ব্যবসায়ীর বাড়িতে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুটপাট করে।

এতে বাধা দেয়ায় ডাকাতরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে এবং তার লাইসেন্সকৃত একটি বন্দুক নিয়ে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক বলেন, হত্যাকারী ডাকাতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর