thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইস্টার্ন লুব্রিকেন্টের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

২০১৮ নভেম্বর ১১ ১২:১৬:২২
ইস্টার্ন লুব্রিকেন্টের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার মালিকরা প্রতি শেয়ারের বিপরীতে নগদ ১০ টাকা পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৯ জানুয়ারি। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৩৬ টাকা ২৩ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬৯ টাকা ৩১ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ (রোববার) কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর