thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

রূপচর্চায় ভাতের মাড়

২০১৮ নভেম্বর ১১ ১৬:৩৬:৩৭
রূপচর্চায় ভাতের মাড়

দ্য রিপোর্ট ডেস্ক: ভাত রান্নার পর সাধারণত ভাতের মাড় ফেলে দেন সবাই। কেউ কেউ অবশ্য কাপড়েও ব্যবহার করেন। তবে ভাতের মাড় যে রূপচর্চার কাজে লাগে এটা অনেকেরই হয়তো জানা নেই। ত্বকের চর্চায় ভাতের মাড় ব্যবহার করলে যেভাবে উপকারিতা পাওয়া যাবে-

১. ময়শ্চেরাইজার হিসাবে ভাল কাজ করে ভাতের মাড়। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

২. এটি ব্যবহারে ত্বকে জমে থাকা ধূলাবালি পরিষ্কার হয়। অনেকটা ক্লিনজারের কাজ করে এটি।

৩. ত্বকের কালচে ভাব দূর করতেও ভাতের মাড় বেশ কার্যকরী।

৪. ডার্ক সার্কেল কিংবা চোখের নিচে কালো দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। তুলার সাহায্যে ডার্ক সার্কেল ও ত্বকের বলিরেখা দূর করতে ব্যবহার করতে পারেন ভাতের মাড়।

৫. চুলের কন্ডিশনার হিসাবেও ভাল কাজ করে ভাতের মাড়। শ্যাম্পুর পর চুল নরম করতে এটা ব্যবহার করতে পারেন।

৬. ব্রণ ও ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে ভাতের মাড়। সূত্র : নিউজ এইট্টিন

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর