thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

‍নির্বাচন পেছানোর দাবিতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

২০১৮ নভেম্বর ১১ ১৭:৪৫:২১
‍নির্বাচন পেছানোর দাবিতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফন্ট দুপুরে সংবাদ সম্মেলন করে দাবি জানানোর পর বিকেলে নির্বাচন কমিশনের কাছে ভোট এক মাস পেছানোর লিখিত দাবি জানিয়েছে।

রবিবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জমা দিয়েছে ঐক্যফ্রন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

চিঠি জমা দেয়ার আগে শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবে এর আগে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।’

রবিবার দুপুরেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণায় আরও ছিল এক মাস নির্বাচন পেছানোর দাবি। এরপর বিকেলে ইসিতে গিয়ে এই চিঠি দেয়া হলো। এর আগে দলটি ইসিকে জানায় কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। এ সময় আটটি দলের কথা উল্লেখ করেন তারা।

আগামী ২৩ ডিসেম্বর (রবিবার) জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর (শুক্রবার)।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর