thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ব্লক মার্কেটে ১১ কোটি টাকা লেনদেন

২০১৮ নভেম্বর ১১ ১৯:০৩:৫২
ব্লক মার্কেটে ১১ কোটি টাকা লেনদেন

দ্য রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। আর এ মার্কেটে রবিবার কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে বৃট্রিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেড (বিএটিবিসি)। কোম্পানিটির ১২ হাজার ১৭৩টি শেয়ার ৪ কোটি ১ লাখ টাকায় লেনদেন হয়েছে। এরপরেই রয়েছে বে লিজিং। কোম্পানিটির ২৩ লাখ ১৭ হাজার ৭৫টি শেয়ার ৩ কোটি ৮৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ১ কোটি ৭ লাখ টাকায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ২৫ লাখ ৯২ হাজার টাকা, কনফিডেন্স সিমেন্ট ৫১ লাখ টাকা, ফাইন ফুডস ৮ লাখ ৩০ হাজার টাকা, ইনটেক ৬ লাখ টাকা, মবিল যমুনা বিডি ৪৮ লাখ ৫০ হাজার টাকা, ওয়াইমেক্স ৯ লাখ ৬১ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশন ২৭ লাখ টাকা, তিতাস গ্যাসের ৪০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর