thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

২০১৮ নভেম্বর ১২ ১১:৫৫:০৩
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় সারাফত হোসেন (২৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (১১ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার জয়ডিহি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সারাফত হোসেন নড়াইল জেলা সদরের কচু খানের ছেলে। আহতরা হলেন- মনিরুল ইসলাম ও শরীফ মিয়া।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মাসুদ সরদার সাংবাদিকদের জানান, মহাসড়কের মোল্লাহাটের জয়ডিহি এলাকায় ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে সেটি পরিবর্তন করছিল চালক।

এসময় পেছন থেকে অপর একটি মালবাহী ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু এবং আহত হন সহকারীসহ দুইজন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর