thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

এবার শুক্রে মহাকাশযান পাঠাবে ভারত

২০১৮ নভেম্বর ১২ ১১:৫৭:৪১
এবার শুক্রে মহাকাশযান পাঠাবে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : শুক্র গ্রহে মহাকাশ যান পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ২০২৩ সালে শুক্র গ্রহে মহাকাশযান পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো)।

এর আগে মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠানোর ঘোষণা দিয়েছিল তারা।

অভিযানটি প্রসঙ্গে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ভারতীয় মহাকাশযানটি শুক্র গ্রহ থেকে ন্যূনতম দূরত্ব হবে ৫শ’ কিলোমিটার দূরত্ব বজায় রেখে একটি নির্দিষ্ট কক্ষপথে শুক্রকে প্রদক্ষিণ করবে এবং তথ্য সংগ্রহ করবে।

ইতোমধ্যে এ অভিযান নিয়ে বেশ জোরালোভাবে কাজ করা শুরু করে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশযানটি কত বড় আর ওজন কত হবে এ বিষয়ে ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে মহাকাশযানটি শুক্র অভিযানে যাবে।

প্রথমে ১৭৫ কেজি ওজনের যন্ত্রাংশ পাঠানোর কথা বলা হলেও পরে সেই ওজন কমিয়ে ১০০ কেজি করা হয়। যা আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানা গেছে।

তবে ভারতীয় মহাকাশযান ২০২৩ সালের আগেই মহাশুন্যে বিচরণ করবে। কেননা ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো চাঁদে মহাকাশযান পাঠাবে ভারত।

আপতত সেদিকেই মনযোগ দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিবিধ এর সর্বশেষ খবর

বিবিধ - এর সব খবর