thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

কাভানির হ্যাটট্রিক, গোল পেয়েছেন নেইমার

২০১৮ নভেম্বর ১২ ১২:০০:১৪
কাভানির হ্যাটট্রিক, গোল পেয়েছেন নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। মোনাকোর বিপক্ষে মাঠে নেমে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে এমবাপে, নেইমার, কাভানিরা। ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছেন উরুগুয়ের তারকা কাভানি। এমবাপে গোল না পেলেও নেইমার বাকি গোলটি করেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের ও দলের প্রথম গোলটি করেন কাভানি। ১১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন এই উরুগুইয়ান। বিরতিতে যাওয়ার আগে পিএসজি ২-০ গোলের লিড পায়। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটের মাথায় দলের ও নিজের তৃতীয় গোলটি করেন কাভানি।

ম্যাচের ৬৪তম মিনিটে গোল করেন নেইমার। পেনাল্টির সুযোগ থেকে দলের চতুর্থ গোলটি করেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ খেলে পিএসজির পয়েন্ট বেড়ে দাঁড়ালো সর্বোচ্চ ৩৯। দুইয়ে থাকা লিল ১৩ ম্যাচ খেলে অর্জন করেছে ২৬ পয়েন্ট। তিনে থাকা মন্টেপিলারের সংগ্রহ ২৫ পয়েন্ট।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর