thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

শেয়ার দর বাড়ার শীর্ষে এমএল ডাইং 

২০১৮ নভেম্বর ১২ ১৬:৫২:৩৬
শেয়ার দর বাড়ার শীর্ষে এমএল ডাইং 

দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (১২ নভেম্বর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

পতনেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এমএল ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪৫.১০ টাকায়। অর্থাৎ আজ এমএল ডাইংয়ের শেয়ার দর ৪.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৮.৭৩ শতাংশ, স্টাইলক্রাফটের ৭.৫০ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, পেনিনসুলার ৫.৬৬ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৫ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৮ শতাংশ, এমবি ফার্মার ৪ শতাংশ, সায়হাম কটনের ৩.৮১ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ৩.৭৮ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর