thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

জয়পুরহাটে দুই কোটি টাকা মূল্যের বুদ্ধমূর্তিসহ গ্রেফতার ২

২০১৮ নভেম্বর ১২ ১৯:৪৪:২৩
জয়পুরহাটে দুই কোটি টাকা মূল্যের বুদ্ধমূর্তিসহ গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মূর্তির ওজন ৩২ কেজি। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের চিত্রাপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের আজিম মদ্দিনের ছেলে মুনসুর আলী ও আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের মৃত রামলালের ছেলে অখিল মণ্ডল।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পৌর শহরের চিত্রাপাড়া এলাকায় মূর্তি বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এআরকে ছাত্রাবাসের একটি রুম থেকে মূর্তিসহ দুইজনকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় মূর্তি ব্যবসা করে আসছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর