thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বান্দরবানে ২ পক্ষের গোলাগুলিতে স্কুলছাত্র নিহত

২০১৮ নভেম্বর ১৩ ০৮:৩২:৫২
বান্দরবানে ২ পক্ষের গোলাগুলিতে স্কুলছাত্র নিহত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ির মাঝেরপাড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের মাঝে পড়ে ক্যসিং অং মার্মা নামে সপ্তম শেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) রাত এ ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম বলেন, সোমবার রাত ৮টার দিকে ওই এলাকায় সন্ত্রাসীগোষ্ঠী অবস্থান করছিল- এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় হয় তাদের। গুলিবিনিময়ের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন ক্যসিং অং মার্মা।

পরে স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর