thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

তফসিল পেছানো উচিত: বদিউল আলম

২০১৮ নভেম্বর ১৩ ১৭:০৯:২৭
তফসিল পেছানো উচিত: বদিউল আলম

দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পেছানোর ঘোষণা দিলেও জাতীয় ঐক্যফ্রন্ট ভোট এক মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ইসির বিপরীতমুখী এমন অবস্থান নিয়ে নিজের মতামত জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার বলেন, বৃহত্তর স্বার্থে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। রাজনৈতিক দল যেহেতু দাবি করছে তাই ইসির তা মানা দরকার।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইচ্ছে করলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আমি আশা করি ঐক্যফ্রন্টের দাবি বিবেচনায় নেবে ইসি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাইলে ইসির নমনীয়তা দেখানো উচিত।

২০০৮ সালে সংসদ নির্বাচনের তফসিল দুইবার পেছানো হয়েছিল। সে বিষয়টি স্মরণ করে বদিউল আলম মজুমদার বলেন, বিএনপির দাবির প্রেক্ষিতে তখন দু্ইবার তফসিল পেছানো হয়েছিল এবং তাদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল।

সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন তিনি আশা করেন বলে জানান বদিউল আলম মজুমদার।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর