thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ময়মনসিংহে `বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

২০১৮ নভেম্বর ১৪ ১০:৩২:২৬
ময়মনসিংহে `বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে একটায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারি শাইখ সিরাজ সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ীর নাম সুমন। তিনি সদর উপজেলার চরকালিবাড়ী লোকনাথ মন্দির সংলগ্ন সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল হোসেন আকন্দ জানান, সদর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারী শাইখ সিরাজ রোডের মাথায় কিছু মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার দুইটি দল মাদকবিরোধী অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

এসময় কনস্টেবল ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। মাদক ব্যবসায়ীরাও গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনাস্থল থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নিহত সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসীসহ ১০টির বেশি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর