thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ডিএসইতে ৪০ শতাংশ ব্যাংক পতনে

২০১৮ নভেম্বর ১৪ ১৬:২৯:৫৫
ডিএসইতে ৪০ শতাংশ ব্যাংক পতনে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার (১৪ নভেম্বর) পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে এদিন ব্যাংক খাতে ৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ার দর বেড়েছে ১১টির বা ৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১২টির বা ৪০ শতাংশের এবং ৭টির বা ২৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার দর সবচেয়ে বেশি ০.৮০ টাকা কমেছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৭০ টাকা কমেছে ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা কমেছে মার্কেন্টাইল ব্যাংকের।

এছাড়া সিটি, আইএফআইসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ০.২০ টাকা করে এবং ঢাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, স্যোসাল ইসলামী, সাউথইস্ট, ইউনাইটেড কমার্শিয়াল ও উত্তরা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।

আজ শেয়ার দর সবচেয়ে বেশি ০.৫০ টাকা বেড়েছে পূবালী ব্যাংকের। এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা এবং আল আরাফাহ ইসলামী, ব্যাংক এশিয়া, ডাচবাংলা, ইসলামী, ন্যাশনাল, এনসিসি, প্রাইম, রূপালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।

আর এবি, এক্সিম, আইসিবি ইসলামিক, যমুনা, ওয়ান, প্রিমিয়ার ও ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর