thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

প্রতীক বরাদ্দের সময় বাড়াতে ইসিকে যুক্তফ্রন্টের চিঠি

২০১৮ নভেম্বর ১৫ ১১:৩৩:১৪
প্রতীক বরাদ্দের সময় বাড়াতে ইসিকে যুক্তফ্রন্টের চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রতীক বরাদ্দের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে তার দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি ইসিতে চিঠি নিয়ে যান। এসময় তার সঙ্গে ন্যাপ মহাসচিব গোলাম মোস্তাফা ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার উমর ফারুক বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন জোটগত নাকি এককভাবে করবে সে বিষয়ে জানতে চেয়ে যে সময়সীমা বেঁধে দিয়েছে, তা পিছিয়ে নিতে সিইসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বি. চৌধুরী। বিকল্প ধারা মনে করে, তফসিল যেহেতু এক সপ্তাহ পেছানো হয়েছে, সেহেতু এ বিষয়টি জানানোর সময়সীমাও বাড়ানো হোক।’

এর আগে বি. চৌধুরী তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। পরে তফসিল পেছানোর পর আবার ধন্যবাদ জানিয়ে চিঠি দেন।

১৫ নভেম্বর, বৃহস্পতিবার সিইসির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিলের পর জোটের প্রতীক বরাদ্দ সংক্রান্ত আপনাদের বিজ্ঞপ্তির The Representation of the Peoples Order, 1972 এর Article-20এর clause (1) এর sub-clause (a) এর বিধান অনুসারে সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যুক্তফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুন:তফসিল করার জন্য আপনাক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

চিঠিতে বি চৌধুরী আরও বলেন, ‘যুক্তফ্রন্ট এখনও জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে, তাই নির্বাচনি জোটের প্রতীক বরাদ্দের ব্যাপারে আপনাদের দেওয়া সময়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ও প্রয়োজন।’

বি. চৌধুরী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং জোটভুক্ত দলসমূহের সম্প্রসারণের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনি জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করে ২৬ নভেম্বর পুনঃনির্ধারণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।’

প্রসঙ্গত, ইসির বেধে দেওয়া সময় অনুযায়ী আজ (১৫ নভেম্বর) জোটবদ্ধ দলের প্রতীকে ভোট করতে কমিশনকে তথ্য জানানোর সময় শেষ হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর