thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

২০১৮ নভেম্বর ১৫ ১১:৫১:৪৯
মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের চাই আর ছয়টা উইকেট। সকাল সকাল শেন উইলিয়ামস আর সিকান্দার রাজাকে ফিরিয়ে বলা যায় ক্ষণিক স্বস্তিতে টাইগাররা।

দলের পেসাররা যখন উইকেট খরায় ভুগছিলেন তখন বৃহস্পতিবার সকালে শেন উইলিয়ামসের উইকেটটি তুলে নেন মুস্তাফিজুর রহমান। ৩৩ বলে ১৩ রান করা এই বাম-হাতি ব্যাটসম্যানকে বোল্ড করেন কাটার মাস্টার।

এরপর সিকান্দার রাজাকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান তাইজুল ইসলাম। দুই টেস্টে এই নিয়ে রাজাকে তৃতীয়বারের মতো আউট করলেন ২৬ বছর বয়সী তাইজুল।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর হাল ধরেছেন দ্বিতীয় ইনিংসেও। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের নবম হাফসেঞ্চুরি। পিটার মুরকে নিয়ে গড়েছেন ৪১ রানের জুটি।

মুরও খেলছেন দেখেশুনে। ১০ রান নিতে খেলেছেন ৫০ বল। টেইলর অপরাজিত আছেন ১০০ বলে ৫৪ রানে।

এর আগে তৃতীয় দিনে বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে শেষ সেশনে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে।

এদিন ৭৬ রান তুলতে হারায় দুই উইকেট। হ্যামিল্টন মাসাকাদজাকে ২৫ রানে ফেরান মিরাজ আর ব্রায়ান চারিকে ৪৩ রানে মাঠ ছাড়তে বাধ্য করেন তাইজুল।

মধ্যাহ্ন বিরতির আগে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। জিততে হলে সফরকারীদের লাগে আরও ২৮২ রান।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর