thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

গাজীপুরে ট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক ও সহকারীর মৃত্যু

২০১৮ নভেম্বর ১৫ ১২:২৯:৩১
গাজীপুরে ট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক ও সহকারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে একটি ডাম্প ট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার গভীর রাতে সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক রুবেল মিয়া (৩০) ও তার সহকারী জাহাঙ্গীর আলম (৫০)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, ঢাকা বাইপাস সড়কের সংস্কার কাজের জন্য মাটি নিয়ে গিয়েছিল ডাম্প ট্রাকটি। রাস্তার পাশে গাড়ি রেখে মাটি নামানোর জন্য চালক ট্রাকের পেছনের অংশ উঁচু করলে সেটি ৩৩ কেভির সঞ্চালন লাইন স্পর্শ করে। এতে ট্রাকের বডি বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়।

তিনি বলেন, এ সময় রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে জাহাঙ্গীর আলমকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর