thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শ্রীলঙ্কার কাছেও হার বাংলাদেশের মেয়েদের

২০১৮ নভেম্বর ১৫ ১২:৫৩:১৮
শ্রীলঙ্কার কাছেও হার বাংলাদেশের মেয়েদের

দ্য রিপোর্ট ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতায় এবার তারা শ্রীলঙ্কার কাছে হারে। ২৫ রানের এই হারে আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের।

বুধবার রাতে সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান মেয়েদের ইনিংস আটকে যায় ৯৭ রানে। এই রানও টাপকাতে পারেননি আয়াশা-সালমারা, ৭২ রানে ইনিংস গুটিয়ে নেয়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ নিগার সুলতানার। তিনি করেন ২০ রান। আর আয়েশা রহমান ২১ বলে ১১ রান করেন। অন্যরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

আর বল হাতে জাহানারা ২১ রান খরচায় তিন উইকেট নেন। খাদিজা, রুমানা ও ফাহিমা পান একটি উইকেট।

এর আগে প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর