thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

দর বাড়ার শীর্ষে খুলনা পাওয়ার

২০১৮ নভেম্বর ১৫ ১৬:৫২:৫৩
দর বাড়ার শীর্ষে খুলনা পাওয়ার

দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৯১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ৬৮৬ বারে ৪৭ লাখ ২ হাজার ৮৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ কোটি ১৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৬২ বারে ১৬ লাখ ৪২ হাজার ৮৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, ফু-ওয়াং সিরামিক, ফু-ওয়াং ফুড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আরডি ফুড, লিবরা ইনফিউশন, স্ট্যাইল ক্রাফট ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর