thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

লুজারের শীর্ষে সমতা লেদার 

২০১৮ নভেম্বর ১৫ ১৬:৫৭:১২
লুজারের শীর্ষে সমতা লেদার 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃহস্পতিবার (১৫ নভেম্বর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সমতা লেদারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬.৪০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৫০.৮০ টাকায়। অর্থাৎ সমতা লেদারের শেয়ার দর ৫.৬০ টাকা বা ৯.৯৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ফাইন ফুডসের ৮.৪১ শতাংশ, জিলবাংলার ৮.৩৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৮.২৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৭৪ শতাংশ, মেঘনা সিমেন্টের ৬.৩২ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ৬.১৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫.৮৮ শতাংশ এবং বীচ হ্যাচারির শেয়ার দর ৪.৯৬ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর