thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

২০১৮ নভেম্বর ১৬ ১০:৩৮:১৫
যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধলপুরের আউটফল সিটি করপোরেশন কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।

দগ্ধরা হলেন- সুমন (৪০), তাঁর স্ত্রী সাজুলি (৩৫), ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)। তাঁদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ধলপুর আউটফল সিটি করপোরেশন কোয়ার্টারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা গেছেন এবং চারজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিরা পরিচ্ছন্নতাকর্মী। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর