thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

যেসব কারণে বড় নারীর প্রেমে পড়ে পুরুষরা

২০১৮ নভেম্বর ১৭ ০৯:১৩:১৫
যেসব কারণে বড় নারীর প্রেমে পড়ে পুরুষরা

দ্য রিপোর্ট ডেস্ক : প্রেম কিংবা বিয়েতে একটি নিয়ম প্রায় স্বতঃসিদ্ধ। সেটি হচ্ছে-প্রেমিক কিংবা স্বামী বয়সে বড় হবে আর প্রেমিকা হবে ছোট। কিন্তু সমাজের বহুদিনের প্রচলিত এ নিয়ম ভাঙতে চান অনেকেই। একটু অন্য রকম হতে মন চায় তাদের৷

কিন্তু কিইবা করা যাবে? প্রেম তো আর বয়সের বাধা মানতে চায় না! তাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, প্রেমিকের তুলনায় প্রেমিকারই বয়স বেশি৷

সে নিক-প্রিয়াংকাই হোক কিংবা মালাইকা-অর্জুন, উদাহরণ হিসেবে ধরা যেতে পারে সুস্মিতা সেন-রোহমান শোলকেও৷ আবার ঐশ্বরিয়া-অভিষেকের ক্ষেত্রেও এমনটি হয়েছে। বলা যেতে পারে-এটিই এখন নয়া ট্রেন্ড৷

কিন্তু কেন পুরুষ নিজের থেকে বয়সে বড় প্রেমিকাকে বেছে নিচ্ছে জেনে নিন।

১. বয়সে ছোট প্রেমিকা মানেই তার হাজারও আবদার৷ আজ সিনেমায় নিয়ে চলো তো কাল শপিং৷ তার কাছে প্রেম মানে আবেগের রঙে স্বপ্নের জাল বোনা৷ কিন্তু বয়সে বড় নারীর কাছে সম্পর্ক মানে দায়িত্ব, কর্তব্য৷তিনি পরিণত হওয়ায় যুক্তিটাই প্রাধান্য পেয়ে থাকে।

বর্তমান যুগে পরিবার ও অফিসের হাজারো ঝক্কি সামলে, সম্পর্কে থাকার জন্য তাই বয়সে বড় নারীদেরই বেছে নিচ্ছেন অনেকে৷

২. বয়সে বড় মানে তার বাস্তব অভিজ্ঞতাও অনেক বেশি৷ শুধু নিত্যনৈমিত্তিক বিষয়ে অভিজ্ঞতাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও সদ্য কলেজ পাস করা প্রেমিকার তুলনায় অনেক বেশি দক্ষতার পরিচয় দেবেন তিনি৷ তাই অনায়াসে বছর ২৫-এর যুবকও মজেছেন বছর ত্রিশেক নারীর প্রেমে৷

৩. সম্পর্ক মানেই পরিণতি পাওয়ার সুপ্ত বাসনায় একে অপরের সঙ্গে মানিয়ে নেয়া৷ পরিণতির আগে দুপক্ষের পারিবারিক দিক থেকে নানা সমস্যা আসতে পারে৷

প্রেমিকা বয়সে ছোট হলে সমস্যাগুলো প্রেমিককেই সমাধান করতে হয়৷ কিন্তু প্রেমিকা বড় হলে, সমাধানের দায়িত্ব নেন দুজনেই৷ এ ছাড়া বয়সে বড় প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝির সমস্যাও কম৷ কারণ তিনি প্রতিটি পরিস্থিতি মানিয়ে নিতে পারেন অনেক বেশি৷

৪. প্রেমিকা বয়সে ছোট হলে প্রেমিকের অনেক কাজে বাধা দেন। ধরুণ পার্টি হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, একটু স্বাধীন চিন্তা, মাঝে মধ্যে হালকা মদ্যপান করেন না সে রকম আর কজনই বা আছেন!

আপনার প্রেমিকা বয়সে ছোট হলে তা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে৷ তাতে সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা৷

৫. কথায় বলে, একজন সফল পুরুষের জীবনে নাকি কোনো না কোনো নারীর হাত থাকে৷ মানে কোনো নারীর প্রেরণায় জীবনে সাফল্যের শিখর ছোঁয়ার সাহস পান অধিকাংশ সফল পুরুষ৷ বয়সে বড় প্রেমিকা হলে নাকি প্রেমিকের সাফল্যের সিঁড়ি ছোঁয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় অনেকটাই৷

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর