thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বগুড়ায় আ. লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

২০১৮ নভেম্বর ১৭ ১৪:১৬:৫৩
বগুড়ায় আ. লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া জেলা: বগুড়ার আদমদীঘিতে ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার চাপাপুর ইউনিয়নের মন্দিরপুকুড় গ্রাম থেকে শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল ওই গ্রামের মৃত সখিন উদ্দিন সরদারের ছেলে ও চাপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর রাতে আর বাড়িতে ফিরেননি। পরে শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে কাঞ্চনপুর এলাকায় একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহত নজরুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ২টি মাদক মামলা রয়েছে। ১৫ দিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর